বাংলা আবাস যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান ১ লক্ষ ২০ হাজার টাকার ঘর । Bangla Awas Yojana 2022-23
বাংলা আবাস যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান ১ লক্ষ ২০ হাজার টাকার ঘর । Bangla Awas Yojana 2022-23 • বাংলা আবাস যোজনার উদ্দেশ্যে কি? বাংলা আবাস যোজনার উদ্দেশ্য হলো, আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্ররা যারা গৃহহীন বা মাটির কাঁচা বাড়িতে বাস করে তাদের একটি পাকা বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। কাদের কাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, সেই উপভোক্তা নির্বাচিত হয় SECC ( Socio Economic Cast Census) তালিকা থেকে। এই প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের মধ্যে দারিদ্র্য সীমার নীচে থাকা প্রত্যেকটি পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। • বাংলা আবাস যোজনায় কতো পরিমাণ আর্থিক অনুদান প্রদান করা হয়? প্রত্যেক উপভোক্তাকে পাকা বাড়ি তৈরি করার উদ্দেশ্যে তিনটি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হবে। প্রতিটি কিস্তির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে F.T.O অর্থাৎ Fund Transfer Order এর দ্বারা সরাসরি দেওয়া হয়। সমস্ত কিছু তদারকির ভার থাকে সরকারি আদেশ অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকগণের উপর। বাড়ি তৈরির কাজ শেষ হলে উপভোক্তার নাম এবং আর্থিক বছর উল্লেখ করে এই ...