Posts

Showing posts from March, 2022

বাংলা আবাস যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান ১ লক্ষ ২০ হাজার টাকার ঘর । Bangla Awas Yojana 2022-23

বাংলা আবাস যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান ১ লক্ষ ২০ হাজার টাকার ঘর । Bangla Awas Yojana 2022-23 • বাংলা আবাস যোজনার উদ্দেশ্যে কি? বাংলা আবাস যোজনার উদ্দেশ্য হলো, আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্ররা যারা গৃহহীন বা মাটির কাঁচা বাড়িতে বাস করে তাদের একটি পাকা বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। কাদের কাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, সেই উপভোক্তা নির্বাচিত হয় SECC ( Socio Economic Cast Census) তালিকা থেকে। এই প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের মধ্যে দারিদ্র্য সীমার নীচে থাকা প্রত্যেকটি পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। • বাংলা আবাস যোজনায় কতো পরিমাণ আর্থিক অনুদান প্রদান করা হয়? প্রত্যেক উপভোক্তাকে পাকা বাড়ি তৈরি করার উদ্দেশ্যে তিনটি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হবে। প্রতিটি কিস্তির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে F.T.O অর্থাৎ Fund Transfer Order এর দ্বারা সরাসরি দেওয়া হয়। সমস্ত কিছু তদারকির ভার থাকে সরকারি আদেশ অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকগণের উপর। বাড়ি তৈরির কাজ শেষ হলে উপভোক্তার নাম এবং আর্থিক বছর উল্লেখ করে এই ...

আশা কর্মী প্রকল্পের নিয়োগ

আবেদন প্রক্রিয়াঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার জন্য ফর্ম দেওয়া আছে। প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে A4 পেজে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে।  এরপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। ফর্ম পূরন করা হলে বেশ কিছু দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরে নির্দিষ্ট ব্লক/ বিডিও অফিসে জমা করে আসতে হবে।  আবেদনপত্রের সাথে যেসমস্ত নথিপত্র দিতে হবেঃ  (1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড  (2) ৫ টাকার ডাক টিকিটসহ নিজের নাম ও ডাকযোগের নাম (3) ভোটার কার্ড অথবা রেশন কার্ড  (4) কাস্ট সার্টফিকেট (ST, SC, OBC দের ক্ষেত্রে) (5) 01.01.2022 তারিখ অনুযায়ী ভোটার লিস্টের জেরক্স  (6) উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সার্টফিকেট (যদি থাকে) (7) বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে আদালত থেকে প্রাপ্ত বিবাহ বিচ্ছেদের কাগজ।   আবেদন ফিঃ আবেদন করতে কোনো টাকা লাগবে না।  বয়সসীমাঃ আশা কর্মী পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 30-40 বছর হতে হবে। ST, SC শ্রেনির মহিলাদের বয়স হতে হবে 22-40 বছর। ...

SHG FOR MEN : ( *পুরুষদের স্বনির্ভর দল* )

SHG FOR MEN : ( *পুরুষদের স্বনির্ভর দল* ) 1. সদস্যদের নূন্যতম বয়স : 18, বয়সের উচ্চসীমা নেই I  2. সদস্যের সংখ্যা : কমপক্ষে 4 জন I  ( দলের নেতাকে বলা হবে : CONVENOR, বাকীরা  Member )  3. সর্বপ্রথমে নিজেদের মধ্যে একটি মিটিং করে দলের নাম ঠিক করতে হবে I Example: Netaji SHG (M) (M for Men) # একটা রেজিস্টার এ resolution বানিয়ে নিতে হবে I  4. দলের নামে একটি Bank Account খুলতে হবে I Account Operator থাকবে দুজন -- Convenor & একজন member I দলের নামে bank account খোলার আগে সেই ব্যাংকে নিজের নিজের ব্যক্তিগত একাউন্ট না থাকলে খুলে নিতে হবে I  5. একই পেশার সাথে যুক্ত লোকদের গ্রুপ তৈরী করা বাঞ্চনীয় I সবার  উদ্দেশ্য একরকম থাকলে দলের জন্য ভালো I  6. Category wise তিন রকম গ্রুপ খোলা যেতে পারে.... i) জেনারেল (যা-তে সব ক্যাটাগরি র সদস্য থাকতে পারেন )  ii) SC / ST / OBC group ( SC গ্রুপ এ শুধু SC ক্যাটাগরির সদস্য থাকবেন , একইভাবে ST গ্রুপ এ শুধু ST ক্যাটাগরির সদস্য থাকবেন )  iii) Minority গ্রুপ ( সংখ্যালঘুদের জন্য )... মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ইত্যাদি...

আবারো মহিলাদের জন্য চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি ঘোষিত প্রকল্প এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পেয়ে যাবেন ৫০০০ টাকা।

আবারো মহিলাদের জন্য চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি ঘোষিত প্রকল্প এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পেয়ে যাবেন ৫০০০ টাকা।  প্রকল্পের নাম : জাগো প্রকল্প 2022 জাগো প্রকল্প কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য শুরু করতে চলেছেন জাগো প্রকল্প। এবার থেকে এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা। এই প্রকল্পে শুধুমাত্র স্ব-সহায়ক দলের মহিলারা সুবিধা পাবেন। এই প্রকল্প শুরু হওয়ার ফলে প্রায় এক কোটি স্বনির্ভর দলের মহিলারা উপকৃত হবেন। • জাগো প্রকল্প ( Jago Prokolpo ) কি? • জাগো প্রকল্পে ( Jago Prokolpo ) কি কি সুবিধা পাওয়া যাবে? • জাগো প্রকল্প ( Jago Prokolpo ) কবে থেকে শুরু হচ্ছে? • কিভাবে এই জাগো প্রকল্পে ( Jago Prokolpo ) আবেদন করবেন? • মিসকল দিয়ে কিভাবে জাগো প্রকল্পের ( Jago Prokolpo ) টাকা পাওয়া যাবে? • জাগো প্রকল্পে ( Jago Prokolpo ) টাকা পাওয়ার শর্ত.  •  • জাগো প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সৃষ্ট জাগো প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের আওতায় ফ্রি তে...

মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে সরকার, পাওয়ার জন্য এভাবে করুন আবেদন

মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে সরকার, পাওয়ার জন্য এভাবে করুন আবেদন  আমাদের দেশের মোট জনসংখ্যার একটা বড় অংশ শ্রমজীবী মানুষের আওতায় পড়েন। দিন গুজরানের জন্য প্রতিনিয়তই তাঁদের করতে হয় লড়াই। স্বাভাবিকভাবে সেই যুদ্ধে সামিল থাকেন মহিলারাও। তবে, এবার মহিলাদের স্বনির্ভর করতে এবং উপার্জনশীল বানাতে ভারত সরকার গরিব ও শ্রমজীবী ​​মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার একটি প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের অধীনে, সরকার দেশের প্রতিটি রাজ্যে ৫০ হাজারেরও বেশি মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করে তাঁদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে। পাশাপাশি, সরকারের সহায়তায় সেলাই মেশিন পেয়ে মহিলারা প্রতি মাসে ভাল পরিমাণ আয় করতেও সক্ষম হবেন। যে কারণে এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করছেন সবাই। মূলত বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের এই প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র ও শ্রমজীবী ​​মহিলাদের স্বনির্ভর করা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। বর্তমান প্রতিবেদনে এই প্রকল্পটির প্রসঙ্গটিই বিস্তারিত ভাবে উপস্থাপিত করা হল। শহুরে এবং গ্রামীণ দুই ক্ষেত্রেই বসবাসকারী মহিলারা বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সু...

হাওড়া জেলায় আশা কর্মী নিয়োগ, ব্লক অনুযায়ী শুন্যপদের তালিকা - চাকরির আপডেট

পদের নামঃ আশা কর্মী (ASHA Karmi) আবেদন প্রক্রিয়াঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশের ৩ নম্বর পেজে আবেদন করার জন্য ফর্ম দেওয়া আছে। প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে A4 পেজে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে।  এরপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। ফর্ম পূরন করা হলে বেশ কিছু দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরে নির্দিষ্ট ব্লক/ বিডিও অফিসে জমা করে আসতে হবে।  আবেদনপত্রের সাথে যেসমস্ত নথিপত্র দিতে হবেঃ  (1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড  (2) মাধ্যমিকের মার্কশীট (3) ভোটার কার্ড অথবা আঁধার কার্ড (4) কাস্ট সার্টিফিকেট (ST, SC দের ক্ষেত্রে)  (5) প্রার্থীর স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি  (6) স্বনির্ভরগোষ্ঠী অথবা প্রশিক্ষনপ্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার এর শংসাপত্র  আবেদন ফিঃ আবেদন করতে কোনো টাকা লাগবে না।  বেতনঃ প্রতি মাসে 4500 টাকা  বয়সসীমাঃ আশা কর্মী পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 30-40 বছর হতে হবে। ST, SC শ্রেনির মহিলাদের বয়স হতে হবে 22-40 বছর। বয়সের হিসেব করতে হব...
এই 4 টি ভুল করলেই বাতিল হবে রেশন। কাড! অনলাইনে নাম কাটছে খাদ্য দপ্তর! জানুন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদন:বিগত বেশ কিছু সময় ধরে রাজ্যজুড়ে ভুয়ো রেশন কার্ডের বিরুদ্ধে নানান ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ব্যক্তি মারা গেলে কিংবা অন্য কোথাও চলে যাওয়ার পরেও তাঁর রেশন কার্ড ব্যবহার করে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন পরিবারের অন্যান্য সদস্যরা। এই ভুয়ো রেশন কার্ড গুলি যাতে এবার থেকে আর ব্যবহার না করা হয় সেই বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখার কথা বলেছে সরকার। সেইমতো প্রায় লক্ষাধিক এর বেশি রেশন কার্ড রাজ্যে বাতিল হয়ে যেতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন কার্ড বাতিল হবে এবং কারা এবার থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন না। বর্তমানে রেশন কার্ড ভেরিফাই করার জন্য প্রত্যেককে আঙ্গুলের ছাপ দিয়ে আধার ভেরিফাই করতে হচ্ছে। এই ক্ষেত্রে যদি কোন ব্যক্তির নামে দুটি রেশন কার্ড থেকে থাকে সে ক্ষেত্রে একটি রেশন কার্ড কে বাতিল করে দেওয়া হবে। যদি কোন মৃত ব্যক্তির রেশন কার্ড ব্যবহার করা হয় সে ক্ষেত্রে ওই ক...

আবেদন করুন স্টুডেন্ট স্কলারশিপে এবং পেয়ে যান আর্থিক অনুদান । Student Scholarship 2022 apply কেন্দ্রীয় সরকারের শ্রমিক কর্মচারী সমিতি সমূহের কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে স্টুডেন্ট স্কলারশিপ দেওয়া হয়ে থাকে প্রতিবছর। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে। • কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীরা যারা মাধ্যমিক , উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ৩১ শে ডিসেম্বের,২০২১ এর মধ্যে উত্তীর্ণ হয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তাদের পরবর্তী স্তরে লেখাপড়া চালিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে এই স্কলারশিপ দেওয়া হবে। • অন্য কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না। • স্টুডেন্ট স্কলারশিপ ২০২২ এ আবেদনের শেষ তারিখ:- ২২ শে মার্চ, ২০২২ • আবেদন পদ্ধতি:- এই স্কলারশিপে আবেদন করতে হবে অফলাইনে। একটি A4 সাইজের কাগজে আবেদনকারীর নাম, ঠিকানা, বাবার নাম, আবেদনকারী কোন ক্লাসে পড়ে, প্রিভিয়াস পাঠক্রমের পরীক্ষা...
বাড়িতে মহিলা থাকলে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে ।কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা কেবল মহিলাদের দেওয়া হয় ৬০০০ টাকা।  মহিলাদের ৬০০০ টাকা দেবে সরকার, আবেদনের যোগ্য কারা ? ৬০০০ টাকা যাবে অ্যাকাউন্টে, আপনার পরিবার পাবে কি ? দেশের সার্বিক উন্নয়নের জন্য আর সমাজের বেশিরভাগ ক্ষেত্রেই পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় মোদী সরকার। কৃষক, মজুর, থেকে অন্যান অসহায় মানুষেরা কেন্দ্রীয় সরকারের থেকে নানান আর্থিক সাহায্য পান৷ শুধু পুরুষ নন মহিলারাও পান।বিভিন্ন প্রকল্পের নামে চলে সরকারের নানান উদ্যোগ। কেন্দ্রীয় সরকারের আরো এ এক যোজনা আছে। যে যোজনার মাধ্যমে সমস্ত পিছিয়ে পড়া মহিলাদের ৬০০০ অ্যাকাউন্টে পাঠাচ্ছে মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র কেবল মহিলাদের দেওয়া হয়। মহিলারা নগদ ৬০০০ টাকা। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা (PMMVY)। যার অধীনে কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে পড়া মহিলাদের এই টাকা দিয়ে থাকে। একনজরে জেনে নেওয়া যাক কী এই স্কিম।  দেশের সার্বিক উন্নয়নে সমাজের বেশিরভাগ ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকার। কৃষক, মজুর, থ...
কিভাবে বিডিও হবেন - কিভাবে BDO হত পারব, WBCS পরীক্ষায় পাস করার কৌশল - hinglishmejano.com কিভাবে বিডিও হবেন – কিভাবে BDO হত পারব, WBCS পরীক্ষায় পাস করার কৌশল December 8, 2021 by HMJ  সরকারি চাকরির গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। আগেকার দিনে সরকারি চাকরির চাহিদা এখনকার মত ছিলনা। কেন্দ্রীয় সরকারি চাকরির সাথে সাথে রাজ‍্য সরকারি চাকরির চাহিদা কম নয়। এরমধ্যে পুলিশ বা প্রশাসনিক বিভাগের চাকরির চাহিদা অনেক বেশি। যেমন কেন্দ্রীয় সরকারের পুলিশ বা প্রশাসনিক বিভাগের চাকরি অর্থাৎ আইপিএস বা আইএএস অফিসার হওয়া যায় তেমনি রাজ‍্যস্তরে প্রশাসনিক বা পুলিশ বিভাগের চাকরি রয়েছে। BDO বা Block Development Officer পদের চাকরি পেতে চাইলে ভারতের রাজ‍্য সরকারের PSC আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বিডিও কিভাবে হওয়া যায়How to become a BDO পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের চাকরি পেতে চাইলে PSC আয়োজিত WBCS পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ‍্যস্তরের পরীক্ষা গুলোর মধ্যে WBCS পরীক্ষা একটু কঠিন হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য UPSC এর মাধ্যমে যে সিভিল সার্ভিস পরীক্ষা হয় রাজ‍্যস্তরের সিভিল সার্ভিস ...
WB HS Exam 2022 New Schedule ? লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বড় খবর! ,very Big News |  WB HS Exam 2022 New Schedule– বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচির ! এমনই খবরাখবর সামনে এসেছে! জানা গিয়েছে সামান্য হলেও বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচির। আজ, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একথা জানানো হয়েছে। জে ই মেইন পরীক্ষা সূচির সঙ্গে উচ্চ মাধ্যমিকের সূচি মিলে যাওয়াতেই এই সিদ্ধান্ত। কারণ বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জে ই মেইন পরীক্ষায় বসে। সেইসব পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক ২রা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, JEE Main 2022 পরীক্ষা পরছে একই সময়ে এর জেরে পরীক্ষা সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। রাজ্যের লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচিতে ফের পরিবর্তন করতে চলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা {wbchse}সংসদ। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হচ্ছে না। JEE Main 2022 পরীক্ষা একই সময় পড়ায় পিচ্ছিয়ে যেতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২২ এর পরীক্ষা। ...
লক্ষীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ পাবেন ? Lakshmir Bhandar March Money  বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প | একুশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার। আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি। তার কথা মতোই বাংলাতে সেপ্টেম্বর মাস থেকেই চালু হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২৫-৬০ বছরের SC/ST মহিলারা পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা এবং বাকিরা পান ৫০০ টাকা করে। অর্থাৎ রাজ্যের মহিলারা সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর , ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই ছয় মাসের টাকা পেয়েছেন। অর্থাৎ এখনও অব্দি SC/ST মহিলারা পেয়েছেন ৬০০০ টাকা এবং বাকিরা পেয়েছেন ৩০০০ টাকা।এরপর আবার টাকা দেওয়া হবে মার্চ মাসে। মার্চ মাসের টাকা কবে পাবেন? রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের একাউন্টে মাসের শুরুতেই দিয়ে থাকে। সেই মতো মার্চ মাসের শুরুতেই সপ্তম কিস্তির (Lakshmir Bhandar 7th Payment) টাকা দেওয়ার সম্ভবনা রয়ে...

আধার কার্ডের অপব্যবহারে হতে পারে বিপদ! - কার্ডের নাম ঠিকানা সংশোধন করলে হতে পারে জেল অথবা 10 হাজার টাকা জরিমানা।

আধার কার্ডের অপব্যবহারে হতে পারে বিপদ! -  কার্ডের নাম ঠিকানা সংশোধন করলে হতে পারে জেল অথবা 10 হাজার টাকা জরিমানা। ভারতের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। যে কোন নাগরিকের পরিচয় আধার কার্ডের মাধ্যমে নিশ্চিত করা যায়। এই কারণে বিভিন্ন জায়গায় পরিচয়পত্র হিসাবেও আধার কার্ড ব্যবহার হয়। আধার কার্ডের সঙ্গে থাকে একটি 12 ডিজিট নম্বর। যে কোন ভেরিফিকেশন, KYC এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নম্বর। সরকারের বিভিন্ন প্রকল্প ছাড়াও বেসরকারি পরিষেবা পেতেও আজকাল আধার নম্বর বাধ্যতামূলক হয়েছে। কিন্তু আজকাল অনেক ক্ষেত্রে আধার কার্ডের অপব্যবহারের অভিযোগ তুলেছে অনেকে। আধার কার্ডকে আরও সুরক্ষিত করতে সম্প্রতি UIDAI ঘোষণা করেছে আধার আইন লঙ্ঘন করলে বড়সড় জরিমানার সম্মুখীন হতে হবে। আধার কার্ডের ফিঙ্গারপ্রিট ও আইরিস স্ক্যান বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে স্টোর করা থাকে। আধার কার্ডের মাধ্যমে যে কোন রকমের প্রতারণা করলে এবার বড়সড় জরিমানার সম্মুখীন হতে হবে। 2021 সালের নভেম্বরে এই জন্য বিশেষ আইন নিয়ে এসেছিল কেন্দ্র। এই আইনের অধীনে নিয়ম লঙ্ঘন করলে UIDAI জরিমানা করতে পারবে। হতে পারে 1 কোটি টাকা পর্...