আধার কার্ডের অপব্যবহারে হতে পারে বিপদ! - কার্ডের নাম ঠিকানা সংশোধন করলে হতে পারে জেল অথবা 10 হাজার টাকা জরিমানা।
আধার কার্ডের অপব্যবহারে হতে পারে বিপদ! -
কার্ডের নাম ঠিকানা সংশোধন করলে হতে পারে জেল অথবা 10 হাজার টাকা জরিমানা।
ভারতের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। যে কোন নাগরিকের পরিচয় আধার কার্ডের মাধ্যমে নিশ্চিত করা যায়। এই কারণে বিভিন্ন জায়গায় পরিচয়পত্র হিসাবেও আধার কার্ড ব্যবহার হয়। আধার কার্ডের সঙ্গে থাকে একটি 12 ডিজিট নম্বর। যে কোন ভেরিফিকেশন, KYC এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নম্বর। সরকারের বিভিন্ন প্রকল্প ছাড়াও বেসরকারি পরিষেবা পেতেও আজকাল আধার নম্বর বাধ্যতামূলক হয়েছে।
কিন্তু আজকাল অনেক ক্ষেত্রে আধার কার্ডের অপব্যবহারের অভিযোগ তুলেছে অনেকে। আধার কার্ডকে আরও সুরক্ষিত করতে সম্প্রতি UIDAI ঘোষণা করেছে আধার আইন লঙ্ঘন করলে বড়সড় জরিমানার সম্মুখীন হতে হবে। আধার কার্ডের ফিঙ্গারপ্রিট ও আইরিস স্ক্যান বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে স্টোর করা থাকে। আধার কার্ডের মাধ্যমে যে কোন রকমের প্রতারণা করলে এবার বড়সড় জরিমানার সম্মুখীন হতে হবে।
2021 সালের নভেম্বরে এই জন্য বিশেষ আইন নিয়ে এসেছিল কেন্দ্র। এই আইনের অধীনে নিয়ম লঙ্ঘন করলে UIDAI জরিমানা করতে পারবে। হতে পারে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। UIDAI (অ্যাডিকশন অফ পানিশমেন্ট), 2021 আইনটি 2019 সালে পাস হয়েছিল। আধার ইকোসিস্টেমে ত্রুটিপূর্ণ সত্তার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের জন্য UIDAI-এর জন্য একটি নতুন অধ্যায় যোগ করা হয়েছে।
আইনে বলা হয়েছে, “যদি এই আইন, বিধি, প্রবিধান এবং নির্দেশাবলী (ধারা 33A) এর লঙ্ঘন করা হয়ে তবে প্রতিটি লঙ্ঘনের জন্য 1 কোটি জরিমানা আরোপ করা হবে।" শুধু তাই নয়, বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার বা তৈরি করার জন্য UIDAI 10,000 টাকা জরিমানা এবং তিন বছরের কারাদণ্ড হতে পারে।
এক বিবৃতিতে বলা হয়েছে, "আধার মালিকের জনসংখ্যাগত বায়োমেট্রিক তথ্য পরিবর্তন বা পরিবর্তন করার চেষ্টা করে আধার মালিকের পরিচয় চুরি করা একটি অপরাধ যা 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা হতে পারে৷" এদিকে UIDAI এর তরফে PVC আধার কার্ড তৈরির ক্ষেত্রে আরও সুবিধা করা হয়েছে।
যদি কেউ পরিবারের সকলের জন্য PVC আধার কার্ড করার পরিকল্পনা করছেন তাহলে তাদের ক্ষেত্রে যেকোনও একজনের মোবাইল নম্বর দিলেই অনলাইনে অর্ডার করা যাবে PVC আধার কার্ড। প্রত্যেকের আলাদা করে ফোন নম্বর দেওয়ার প্রয়োজন নেই। তবে PVC আধার কার্ডের জন্য প্রত্যেকের জন্য 50 টাকা করে খরচ করতে হবে।
Comments
Post a Comment