SHG FOR MEN : ( *পুরুষদের স্বনির্ভর দল* )
SHG FOR MEN :
( *পুরুষদের স্বনির্ভর দল* )
1. সদস্যদের নূন্যতম বয়স : 18, বয়সের উচ্চসীমা নেই I
2. সদস্যের সংখ্যা : কমপক্ষে 4 জন I
( দলের নেতাকে বলা হবে : CONVENOR, বাকীরা Member )
3. সর্বপ্রথমে নিজেদের মধ্যে একটি মিটিং করে দলের নাম ঠিক করতে হবে I
Example: Netaji SHG (M)
(M for Men)
# একটা রেজিস্টার এ resolution বানিয়ে নিতে হবে I
4. দলের নামে একটি Bank Account খুলতে হবে I Account Operator থাকবে দুজন -- Convenor & একজন member I দলের নামে bank account খোলার আগে সেই ব্যাংকে নিজের নিজের ব্যক্তিগত একাউন্ট না থাকলে খুলে নিতে হবে I
5. একই পেশার সাথে যুক্ত লোকদের গ্রুপ তৈরী করা বাঞ্চনীয় I সবার উদ্দেশ্য একরকম থাকলে দলের জন্য ভালো I
6. Category wise তিন রকম গ্রুপ খোলা যেতে পারে.... i) জেনারেল (যা-তে সব ক্যাটাগরি র সদস্য থাকতে পারেন )
ii) SC / ST / OBC group ( SC গ্রুপ এ শুধু SC ক্যাটাগরির সদস্য থাকবেন , একইভাবে ST গ্রুপ এ শুধু ST ক্যাটাগরির সদস্য থাকবেন )
iii) Minority গ্রুপ ( সংখ্যালঘুদের জন্য )... মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ইত্যাদি সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য I
(⭐️To be noted : This category wise division is only for Department-wise segregation, Not for social division )
7. ব্লক লেভেল এ একজন নোডাল অফিসার থাকবেন I GP লেভেল এ GP সহায়ক নোডাল অফিসার হিসেবে কাজ করবেন I
⭐️ গ্রুপ তৈরী হয়ে যাবার পর... BDO অফিসে নিম্নলিখিত তথ্যগুলো উল্লেখ করে রিপোর্ট পাঠাবেন, সেটা আমরা জেলার মাধ্যমে রাজ্যে পাঠাবো....
i. ব্লক :
ii. গ্রাম পঞ্চায়েত :
iii. দলের নাম :
iv. গ্রাম বা পাড়ার নাম:
v. সদস্যের সংখ্যা :
vi. Convenor / Group Leader এর নাম ও মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা ও আধার নম্বর
vii. ব্যাঙ্কের নাম :
Vii. Account নম্বর & IFSC
viii. Trade/Nature of work ( যেকোনো ব্যবসা বা কাজ )
এইসব তথ্য উল্লেখ করে BDO কে একটি চিঠি করবেন I দল গঠনের resolution সহ সেই চিঠি BDO অফিসের ডাক সেকশন এ জমা করতে হবে I
Comments
Post a Comment