WB HS Exam 2022 New Schedule– বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচির ! এমনই খবরাখবর সামনে এসেছে! জানা গিয়েছে সামান্য হলেও বদল হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচির। আজ, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একথা জানানো হয়েছে। জে ই মেইন পরীক্ষা সূচির সঙ্গে উচ্চ মাধ্যমিকের সূচি মিলে যাওয়াতেই এই সিদ্ধান্ত। কারণ বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জে ই মেইন পরীক্ষায় বসে। সেইসব পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
এবারের উচ্চ মাধ্যমিক ২রা এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, JEE Main 2022 পরীক্ষা পরছে একই সময়ে এর জেরে পরীক্ষা সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।
রাজ্যের লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচিতে ফের পরিবর্তন করতে চলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা {wbchse}সংসদ। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হচ্ছে না। JEE Main 2022 পরীক্ষা একই সময় পড়ায় পিচ্ছিয়ে যেতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২২ এর পরীক্ষা। পরীক্ষা সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে।
মঙ্গলবার কেন্দ্রের তরফে JEE মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এরপর আজ বুধবার মুখ্যসচিব এইচকে দ্বিবেদী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি বৈঠক করেন নবান্নে বলে জানা গিয়েছে। সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ফের বদল হচ্ছে। তবে খুব একটা বদল হবে না। সামান্য বদল করা হবে পরীক্ষা সূচীতে। আগামী সপ্তাহেই নতুন পরীক্ষার সূচি ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
পরীক্ষা সূচী নিয়ে আরও বিস্তারিত পোস্ট আপডেট আসছে। এখানে ক্লিক করে তা দেখে নিতে পারবেন।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষের মতন।আগের রুটিন অনুসারে এবারের অর্থাৎ ২০২২ সালের পরীক্ষা শুরু হতো ২রা এপ্রিল। কিন্তু আজকের খবর অনুসারে সেই পরীক্ষার রুটিনের কিছুটা পরিবর্তন করা হবে।
যদিও অফিশিয়াল ভাবে কি রুটিন হবে তা এখনো জানানো হয়নি।সেটা আমরা হাতে পেলে এখানে বা আমাদের নতুন পোষ্টে শেয়ার করে দেবো।
পরীক্ষার সূচী পরিবর্তন নিয়ে আপানদের কি মতামত সেটা নীচে কমেন্ট বক্সে লিখুন ।
Comments
Post a Comment