আশা কর্মী প্রকল্পের নিয়োগ

আবেদন প্রক্রিয়াঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার জন্য ফর্ম দেওয়া আছে। প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে A4 পেজে আবেদন করার ফর্মটি প্রিন্ট করতে হবে। 

এরপর ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে। ফর্ম পূরন করা হলে বেশ কিছু দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরে নির্দিষ্ট ব্লক/ বিডিও অফিসে জমা করে আসতে হবে। 

আবেদনপত্রের সাথে যেসমস্ত নথিপত্র দিতে হবেঃ 

(1) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 

(2) ৫ টাকার ডাক টিকিটসহ নিজের নাম ও ডাকযোগের নাম

(3) ভোটার কার্ড অথবা রেশন কার্ড 

(4) কাস্ট সার্টফিকেট (ST, SC, OBC দের ক্ষেত্রে)

(5) 01.01.2022 তারিখ অনুযায়ী ভোটার লিস্টের জেরক্স 

(6) উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সার্টফিকেট (যদি থাকে)

(7) বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে আদালত থেকে প্রাপ্ত বিবাহ বিচ্ছেদের কাগজ।  

আবেদন ফিঃ আবেদন করতে কোনো টাকা লাগবে না। 


বয়সসীমাঃ আশা কর্মী পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স 30-40 বছর হতে হবে। ST, SC শ্রেনির মহিলাদের বয়স হতে হবে 22-40 বছর। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। 

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ করতে হবে। মাধ্যমিকের বেশি যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই দেখা হবে। 

বিশেষ যোগ্যতাঃ   

আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে। 
যে গ্রামে নিয়োগ করা হবে আবেদনকারীকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
শুন্যপদঃ 101 টি  

নিয়োগের স্থানঃ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রামে নিয়োগ করা হবে। কোন ব্লকের কোন কোন গ্রামে নিয়োগ করা হবে তা অফিসিয়াল নোটিশের ৩ (তিন) নম্বর পেজ থেকে বিস্তারিত উল্লেখ আছে।



যেসমস্ত ব্লকে নিয়োগ করা হবেঃ

দাতন-I, দাতন-II, দেবরা, কেশিয়ারি, খড়গপুর-I, খড়গপুর-II, মোহনপুর, নারায়নগড়, পিংলা এবং সবং।    

নিয়োগ প্রক্রিয়াঃ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন শেষ 04.04.2022

Comments

Popular posts from this blog

স্কুল ছাত্র ছাত্রীদের জন্য সকল বিষয়ের মডেল প্রশ্নপত্র ও suggestion unit test 2024 | acsbangla| সুরজিৎ কর্মকার

Still I Rise by Maya Angelou | class 11 semester 2 / Bengali translation