আবারো মহিলাদের জন্য চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি ঘোষিত প্রকল্প এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পেয়ে যাবেন ৫০০০ টাকা।
আবারো মহিলাদের জন্য চমক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি ঘোষিত প্রকল্প এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পেয়ে যাবেন ৫০০০ টাকা।
প্রকল্পের নাম : জাগো প্রকল্প 2022
জাগো প্রকল্প কি?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য শুরু করতে চলেছেন জাগো প্রকল্প। এবার থেকে এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০০০ টাকা। এই প্রকল্পে শুধুমাত্র স্ব-সহায়ক দলের মহিলারা সুবিধা পাবেন। এই প্রকল্প শুরু হওয়ার ফলে প্রায় এক কোটি স্বনির্ভর দলের মহিলারা উপকৃত হবেন।
• জাগো প্রকল্প ( Jago Prokolpo ) কি?
• জাগো প্রকল্পে ( Jago Prokolpo ) কি কি সুবিধা পাওয়া যাবে?
• জাগো প্রকল্প ( Jago Prokolpo ) কবে থেকে শুরু হচ্ছে?
• কিভাবে এই জাগো প্রকল্পে ( Jago Prokolpo ) আবেদন করবেন?
• মিসকল দিয়ে কিভাবে জাগো প্রকল্পের ( Jago Prokolpo ) টাকা পাওয়া যাবে?
• জাগো প্রকল্পে ( Jago Prokolpo ) টাকা পাওয়ার শর্ত.
•
• জাগো প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সৃষ্ট জাগো প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের আওতায় ফ্রি তে পেয়ে যাবেন ৫০০০ টাকা। এছাড়াও ব্যাংক থেকে লোনের সুবিধা পাবে। যাদের এই প্রকল্পের নাম থাকবে তারা একটি স্মার্ট কার্ড পেয়ে যাবে। এই স্মার্ট কার্ডের মাধ্যমে ২ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে।
• কিভাবে এই জাগো প্রকল্পে আবেদন করবেন?
এই প্রকল্পের আবেদন করার জন্য প্রথমত স্বনির্ভর গোষ্ঠী দলে নাম থাকতে হবে। এই প্রকল্পের আবেদন করার জন্য এলাকার পাশাপাশি সংঘের নেত্রী বা উপসংঘের নেত্রীর সাথে কথা বলতে হবে। তারা একটি ফর্ম দেবে, সেটি পূরণ করে জমা দিয়ে আবেদন করতে হবে।
• মিসকল দিয়ে কিভাবে জাগো প্রকল্পের টাকা পাওয়া যাবে?
জাগো প্রকল্পে মিসকল দিয়ে আপনি জানতে পারবেন আপনার ফোনটি কি অবস্থায় রয়েছে এবং আপনি কবে থেকে টাকা পাবেন। অবশ্যই আবেদনকারী ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটি দেবেন, সেই নাম্বার থেকে মিস কল বা মেসেজ করতে হবে। জাগো প্রকল্পে মিস কল করার নাম্বারটি হল ৭৭৭৩০০৩০০৩
• জাগো প্রকল্প কবে থেকে শুরু হচ্ছে?
জাগো প্রকল্প টি আগে থেকে শুরু হয়ে গিয়েছে রাজ্যের কিছু জায়গাতে। যে সব জায়গাতে এখনো পর্যন্ত চালু হয়নি সেসব জায়গাতেও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• জাগো প্রকল্পে টাকা পাওয়ার শর্ত:-
(১) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
(২) স্বনির্ভর গোষ্ঠী দলটির বয়স ১ বছর হতে হবে।
(৩) স্বনির্ভর দলের একাউন্টে টাকা পাঠানো হবে।
(৪) স্বনির্ভর দলগুলির ব্যাংক একাউন্ট খোলার অন্তত ৬ মাস হতে হবে।
(৫) স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক একাউন্টে অন্ততপক্ষে ৫০০০ টাকা থাকতে হবে।
এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে 7773003003 এই হেল্পলাইন নাম্বারে ফোন করা যেতে পারে।
Comments
Post a Comment