ঐক্যশ্রী স্কলারশিপের জন্য খারাপ খবর, এই সমস্ত আবেদনকারীরা আর টাকা পাবে না । Aikyashree Scholarship important update 2022
ঐক্যশ্রী স্কলারশিপের জন্য খারাপ খবর, এই সমস্ত আবেদনকারীরা আর টাকা পাবে না । Aikyashree Scholarship important update 2022 নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও একটি স্কলারশিপের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা যারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে হঠাৎ your application duplicate with wb**** লেখাটি সো করছে। এই ব্যাপারটি কি? কেনো এমনটা আসছে? সেসব নিয়েই আজকের আলোচনা করবো। আমরা সকলেই জানি একই সঙ্গে দুটো সরকারি স্কলারশিপে (Aikyashree Scholarship important update) আবেদন করা যায় না। তবুও বহু সংখ্যক ছাত্র-ছাত্রী এটি অনবরত করে আসছে। সরকার বহুদিন ধরে এই নিয়ে নানান পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে চলেছে। যাদের এরকম স্ট্যাটাস শো করছে তারা লক্ষ্য করে দেখবেন, সেখানে WB দিয়ে যে নাম্বারটি শো করছে সেটা আপনাদের ওয়েসিসের আইডির নাম্বার। অর্থাৎ সরকার, আপনার একই সঙ্গে দুটো স্কলারশিপে আবেদন করার ব্যাপারটি ধরে ফেলেছে। সেকারনেই ডুপ্লিকেট স্ট্যাটাস শো করছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনি আর এই স্কলারশিপ থেকে টাকা পাবেন না। আপনি যদি প্রথমেই শুধুমাত্র ঐক্যশ্রীতে আবেদন করতেন তবে একটি ভালো অ্য...