Posts

Showing posts from May, 2022

ঐক্যশ্রী স্কলারশিপের জন্য খারাপ খবর, এই সমস্ত আবেদনকারীরা আর টাকা পাবে না । Aikyashree Scholarship important update 2022

ঐক্যশ্রী স্কলারশিপের জন্য খারাপ খবর, এই সমস্ত আবেদনকারীরা আর টাকা পাবে না । Aikyashree Scholarship important update 2022 নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও একটি স্কলারশিপের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা যারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে হঠাৎ your application duplicate with wb**** লেখাটি সো করছে। এই ব্যাপারটি কি? কেনো এমনটা আসছে? সেসব নিয়েই আজকের আলোচনা করবো। আমরা সকলেই জানি একই সঙ্গে দুটো সরকারি স্কলারশিপে (Aikyashree Scholarship important update) আবেদন করা যায় না। তবুও বহু সংখ্যক ছাত্র-ছাত্রী এটি অনবরত করে আসছে। সরকার বহুদিন ধরে এই নিয়ে নানান পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে চলেছে। যাদের এরকম স্ট্যাটাস শো করছে তারা লক্ষ্য করে দেখবেন, সেখানে WB দিয়ে যে নাম্বারটি শো করছে সেটা আপনাদের ওয়েসিসের আইডির নাম্বার। অর্থাৎ সরকার, আপনার একই সঙ্গে দুটো স্কলারশিপে আবেদন করার ব্যাপারটি ধরে ফেলেছে। সেকারনেই ডুপ্লিকেট স্ট্যাটাস শো করছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনি আর এই স্কলারশিপ থেকে টাকা পাবেন না। আপনি যদি প্রথমেই শুধুমাত্র ঐক্যশ্রীতে আবেদন করতেন তবে একটি ভালো অ্য...

মাধ্যমিক রেজাল্ট ৩ জুন প্রকাশিত হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ -

Image
মাধ্যমিক রেজাল্ট ৩ জুন প্রকাশিত হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করলো মধ্যশিক্ষা পর্ষদ - মাধ্যমিক রেজাল্ট ৩ জুন প্রকাশিত হবে বহু প্রতীক্ষার অবসান। বহু দিন অপেক্ষার করার পর শেষ পর্যন্ত মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ জানা গেলো। এদিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হলো। কবে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে, কীভাবে মাধ্যমিকের রেজাল্ট নিজের মোবাইলে দেখবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। এদিনের ঘোষণা অনুযায়ী আগামী ৩ জুন, ২০২২ তারিখ শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ৩ জুন সকাল ৯ টার সময় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা হবে। এবং সকাল ১০ টা থেকে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করা যাবে। এবছরের মাধ্যমিক রেজাল্টের মেধাতালিকা প্রকাশ করা হবে। গত বছর করোনা ভাইরাসের কারনে মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় কোনোরূপ মেধাতালিকা প্রকাশিত হয়নি। কিন্তু এবারে মেধাতালিকা ঘোষণা করা হবে। প্রসঙ্গত এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ১৮ হাজার ৮২১। এবছর পরীক্ষার্থীদের ...

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Sanctioned হয়ে গেছে? টাকা কবে পাবেন জেনে নিন । Swami Vivekananda Scholarship payment update

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Sanctioned হয়ে গেছে? টাকা কবে পাবেন জেনে নিন । Swami Vivekananda Scholarship payment update নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আরও একটি গুরুত্বপূর্ণ পেমেন্ট আপডেট নিয়ে (Swami Vivekananda Scholarship payment update)। বহুদিন অপেক্ষার পর প্রায় বড়ো সংখ্যক ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ Approved থেকে Sanctioned হয়েছে। এখন সকলের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ডানা বাঁধছে সেটি হলো আমরা টাকা কবে পাবো? এই প্রশ্নের উত্তর দেবার আগে জানিয়ে রাখি, আপনার আবেদন পত্র যখন অ্যাপ্রুভ করা হয় তখন সেটি লটের অপেক্ষায় থাকে। টাকা বিভিন্ন লটে আসে। এবার প্রতি লট থেকেই কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীর আবেদনকে Sanctioned করা হয় অর্থাৎ সিলেক্ট করা হয় টাকা দেওয়ার জন্য এবং তাদের টাকা দেওয়া হয়। আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের স্ট্যাটাস যদি Sanctioned দেখায়, তার মানে আপনাকে সিলেক্ট করা হয়েছে টাকা দেবার জন্য। এবার কবে পাবেন সেই টাকা? স্বাভাবিক ভাবে দেখলে Sanctioned হবার ১৫ দিনের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়। এটি সব স্কলারশিপের জন্যই প্রযোজ্য। আপনার অ...

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দেখা গেল নতুন সমস্যা । Swami Vivekananda Scholarship important update

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দেখা গেল নতুন সমস্যা । Swami Vivekananda Scholarship important update পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। এই স্কলারশিপ মূলত মেধা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপ পাবার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। ২০২১-২০২২ সেশনে প্রচুর ছাত্র/ছাত্রী এই স্কলারশিপে আবেদন করেছিলেন। তাদের অনেককেরই টাকা জানুয়ারী মাস থেক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল।এদের বেশিরভাগই নতুন অর্থাৎ fresh application। আর রিনুয়ালদের ক্ষেত্রে স্ট্যাটাস অনেক দিন থেকেই approved হয়েছিলো, গত দুই তিন দিন থেকে সেই সব স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করেছে অর্থাৎ sanction হতে শুরু করেছে। এরই মধ্যে গতকালকে সন্ধ্যেবেলা থেকে একটি সমস্যার তৈরি হয়, হঠাৎ করেই অনেকের স্ট্যাটাস sanction থেকে approved হয়ে যাচ্ছে। তো আপনার স্ট্যাটাস‌ও যদি এমন পরিবর্তন এসে থাকে তাহলে ঘাবড়ানোর বা ভয় পাবার কোনো কারন নেই ‌। হঠাৎ করে এভাবে স্ট্যাটাস পরিবর্তন এর কারনগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হলো :- ১। technical issue এর কারনে অনেক সময় এমন ভুলভ্রান্...

Sasakawa Scholarship 2023

নতুন সরকারি স্কলারশিপ ২০২২ আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য সুখবর। Sasakawa India Leprosy Foundation (S-ILF) এর তরফ থেকে নতুন স্কলারশিপ এর ঘোষণা করা হয়েছে। দেখে নিন উক্ত স্কলারশিপের জন্য প্রয়োজনীয় নথিপত্র, কোন কোর্সে পড়লে আবেদন করা যাবে, কত টাকা দেওয়া হবে, কিভাবে আবেদন করতে পারবেন ইত্যাদি তথ্য। এই স্কলারশীপে আবেদনের যোগ্যতা- ১) আবেদনকারীর বয়স ১৭ বছরের উর্ধ্বে হতে হবে। ২) যেকোনো কোর্সের প্রথমবর্ষে পাঠরত হতে হবে। ৩) পূর্ববর্তী কোর্স ২০২১ বা ২০২২ এ শেষ হয়েছে এমন প্রার্থীই আবেদন করতে পারবেন। ৪) একটি পরিবার থেকে একজন মাত্র আবেদন করতে পারবেন। ৫) পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, দিল্লি, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের বাসিন্দা হলে আগে সুবিধা পাবেন। ৬) সরকারি পরিচালনাধীন ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে। আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। scholarship.silf.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৫ জুন, ২০২২ তারিখ পর্যন্ত। প...

আশা কর্মী নিয়োগ।

রাজ্যের জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন । Recruitment of Asha Worker at West Bengal আপনি যদি রাজ্যের মহিলা চাকরিপ্রার্থী হন তাহলে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আশা কর্মী নিয়োগের (Recruitment of Asha Worker) বিজ্ঞপ্তি বেরিয়েছে। কীভাবে আবেদন করবেন, কতো শুন্যপদ,আবেদনের শেষ তারিখ কবে এবং নিয়োগ সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নীচে আলোচনা করা হলো, (ক) পদের নাম – আশা (ASHA) কর্মী • শিক্ষাগত যোগ্যতা – এই পদগুলিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। • প্রয়োজনীয় যোগ্যতা – আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই শর্তগুলোও প্রার্থীদের পূরণ করতে হবে। • শুধুমাত্র বিবাহিতা, বিবাহবিচ্ছিনা অথবা বিধবা মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারে। • যে গ্রামগুলোতে নিয়োগ করা হবে, সংশ্লিষ্ট প্রার্থীদের অবশ্যই সেই গ্রামের বাসিন্দা হতে হবে। • যদি আশাকর্মী নিয়োগের স্থানগুলোতে তপশিলি জাতি ও উপজাতিদের জনসংখ্যা ৫০% এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে উক্ত পদগুলোতে তাদের প্রাধান্য দেওয়া হবে। • আবেদনের জন্য প্রয়োজনীয়...

WB Madhyamik Exam Result 2022- কবে প্রকাশিত হতে চলেছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ,সামনে এল ডেট,very Big News

আজকের খবর আপডেট সামনে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে কখন প্রকাশ পেতে পারে এই বছর হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার(Madhyamik exam result 2022) রেজাল্ট সেটা নিচে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। দীর্ঘ প্রায় দু’বছর পর পরীক্ষা হয়েছে মাধ্যমিকের সেন্টারে গিয়ে। কার্যত লকডাউন এর জেরে দু’বছর পর এই পরীক্ষা হয়েছে ! এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 11 লক্ষ 26 হাজারের কাছাকাছি ।স্কুল শিক্ষা দপ্তরের সূত্রের খবর রয়েছে জুনের প্রথম সপ্তাহে প্রকাশ হতে চলেছে রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE) সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় 99 শতাংশ নম্বর জমা পড়ে গিয়েছে ,খুব শীঘ্রই বাকি নাম্বার গুলো জমা পড়ে যাবে। জানা গিয়েছে জুন মাসের 3 তারিখে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা প্রবল রয়েছে । আজকে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট প্রকাশ করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো এই বছর হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসের 3 তারিখে প্রকাশ হতে পারে গত 16 ই মার্চ শেষ হওয়া এ বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। দু’মাসের মধ্যে অধিকাংশ কাজ সেরে ফেলেছে পর...

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা টাকা পাবে পাবে

এই তারিখে দেওয়া হবে পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকা, আপনি টাকা পাবেন কিনা চেক করে নিন । PMKISAN Next Payment Date 2022 প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষান প্রকল্পের ১১ তম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে বসে আছেন দেশের প্রায় ১২.৫০ কোটি কৃষক (PMKISAN Next Payment Date)। প্রথমে বলা হয়েছিলো যে, ১ লা এপ্রিল,২০২২ থেকে ৩১ শে জুলাই,২০২২ এর মধ্যে পিএম কিষানের টাকা দেওয়া হবে। কিন্ত এবার একেবারে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলো। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, আগামী ৩১ শে মে,২০২২ থেকে পিএম কিষানের ১১তম কিস্তির ২০০০ টাকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে এই প্রকল্পের ১১তম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী দেশের মোট ৭৭৩ টি জেলার কৃষকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। যার মধ্যে পশ্চিমবঙ্গের ১২ টি জেলার ৪০ জন কৃষক উপস্থিত থাকবেন। এখান থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতো কৃষি সম্মান নিধি প্রকল্পের ১১ তম কিস্তির (Installment) ২০০০ টাকা পরপর সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে...
অনলাইনে নয়, পরীক্ষা অফলাইনেই অনলাইনে নয়। পরীক্ষা হবে অফলাইনেই। স্নাতক (Graduation) ও স্নাতকোত্তরের (Post Graduation) সব পরীক্ষাই হবে অফলাইনে, জানিয়ে দিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনে।  করোনা কাঁটা পেরিয়ে ২ বছর পর ফের অফলাইনে স্বাভাবিকভাবে পড়াশোনা শুরু হয়েছে। তবে রাজ্যজুড়ে সংশয় তৈরি হয়েছিল যে কীভাবে হবে পরীক্ষা, অনলাইন না অফলাইনে! সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব বিধি অনুযায়ী স্বাধীনতা পাবে।  সেক্ষেত্রে রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন ও অধ্যাপক সংগঠন অনলাইনে পরীক্ষা চায় বলেই জানায়। এই প্রেক্ষাপটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সশরীরে পরীক্ষাকেন্দ্রে এসে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে। এমনকী দূরশিক্ষার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের দাবি ছিল অনলাইনে নিতে হবে কিন্তু সেই পরীক্ষাও অফলাইনেই শুরু হয়েছে রবীন্দ্রভারতীর ক্ষেত্রে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু...

এবারও কলেজের বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনলাইন হবে। ঘোষণা করলো দুটি বিশ্ববিদ্যালয়

আন্দোলনের ফল পেল এরাজ্যের কলেজ পড়ুয়ারা। শেষ পর্যন্ত কলেজ সেমিস্টার পরীক্ষা অনলাইন নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা অনলাইন হবে নাকি অফলাইন হবে এই নিয়ে জোর চর্চা চলছিলো রাজ্যজুড়ে।  পূর্বেই রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল পরীক্ষা পদ্ধতি বিষয়ে সমস্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে। রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ অফলাইনে সেমিস্টার পরীক্ষা করানোর পক্ষে ছিলেন। তেমনভাবে প্রস্তুতিও ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় তরফে তেমন নোটিশও দেওয়া হয়েছিল। চলতি সেমিস্টারে সমস্ত ক্লাস, পড়াশোনা প্রায় পুরোটাই অনলাইন মোডে হয়েছে। কিন্তু অফলাইনে পরীক্ষা হবার সিদ্ধান্ত ঘোষণা হবার পর থেকে বিভিন্ন মহল থেকে দাবী উঠছিল অনলাইন পরীক্ষার। এর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আন্দোলন শুরু করেছিলেন, এই আন্দোলনের যোগ্য সঙ্গ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনও। শেষ পর্যন্ত পরিস্থিতি বিচার করে রাজ্যের এক বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি জারি করে অনলাইন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করলো। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এদিন নো...

WB HS Result 2022 Download Link - মোবাইলের মাধ্যমে সবার আগে উচ্চমাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবেন।

WB HS Result 2022 Download Link - মোবাইলের মাধ্যমে সবার আগে উচ্চমাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবেন। - EK24 News WB HS Result 2022 download link WB HS Result 2022 : কবে বেরোবে রেজাল্ট আর কীভাবে দেখবেন, জানিয়ে দিল সংসদ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পর থেকেই পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সেই প্রতীক্ষিত রেজাল্ট (WB HS Result 2022) জানতে। আর সেই সাথে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সংসদ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, কবে নাগাদ রেজাল্ট দেবে। আর এবার জানা গেল, সবার আগে মোবাইল থেকেই কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেক সময় সার্ভার এর সমস্যা সৃষ্টি হয়, ওয়েবসাইট খুলতে চায়না, আর সেই সমস্যার সমাধানে আমরা একাধিক লিঙ্ক দিয়ে রাখছি, যেখানে একটি লিঙ্ক না খুললে অপরটিতে আপনি রেজাল্ট দেখতে পাবেন। WB HS Result 2022 যেকোনো পরীক্ষা শেষ হলেই ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে রেজাল্টের অপেক্ষায় থাকেন। কবে তাদের সেই পরীক্ষার ফলাফল বের হবে। এবারের উচ্চ মাধ্যমিক (HS Exam) পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হয়েছে। পরীক্ষা পর্ব নির্বিঘ্নে শেষ হয়েছে। তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (Result) কবে ব...

আপনি কি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? তবে জেনে নিন আপনার জন্য কি কি স্কলারশিপ রয়েছে

তোমরা কি মাধ্যমিক বা একাদশ, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছ? তবে জেনে নিন আপনার জন্য কি কি স্কলারশিপ রয়েছে মাধ্যমিক ও একাদশ, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিনের মধ্যেই। রেজাল্টও খুব তারাতারি বের হতে চলেছে। কিন্তু আপনি কি জানেন আপনার উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গে অনেককটা স্কলারশিপ  রয়েছে এবং আপনি সেগুলোতে অনায়াসে আবেদন করতে পারবেন। যদি না জেনে থাকেন তবে নীচে সমস্ত স্কলারশিপ সমন্ধে দেওয়া রইলো। যা পড়ে আপনি আপনার প্রয়োজনীয় স্কলারশিপে আবেদন করতে পারবেন। • স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত সর্বাধিক জনপ্রিয় স্কলারশিপ | এই বৃত্তি প্রকল্পের দ্বারা রাজ্যের একাদশ, দ্বাদশ থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর ও সম্প্রতি গবেষণার ক্ষেত্রেও বৃত্তি প্রদান করা হয় | • পরিবারের বার্ষিক আয় 2,50,000 লক্ষ বা তার কম হতে হবে | • একাদশ-দ্বাদশ শ্রেণীতে এই বৃত্তি পেতে গেলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে নূন্যতম 60% মার্কস থাকতে হবে | ( বার্ষিক 12000 টাকা ) • স্নাতক স্তরে এই বৃত্তি পেতে গেলে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্...

চালু হয়ে গেল সেবা সাথী প্রকল্পের ফর্ম ফিলাপ।

বন্ধুরা রাজ্যে চালু হয়ে গেল আরও একটি প্রকল্প যার নাম হল সেবা সখী প্রকল্প। এই প্রকল্পে শুধু এই রাজ্যের মহিলারা কাজ করতে পারবে। প্রতিটি ব্লক থেকে কম করে ৩০ থেকে ৪০ জন মহিলাকে নিয়োগ করা হবে। প্রথম দিকে ২০ জন মহিলা কর্মী কে নিয়ে পাইলট প্রোজেক্ট এর মধ্যে দিয়ে কাজ করানো হবে। পরবর্তীতে এই করমির সংখ্যা বাড়ানো হবে। তাহলে জেনে নেওয়া যাক এই প্রকল্প টি কবে থেকে শুরু হচ্ছে। সেবা সখি প্রকল্পে হাজার হাজার মহিলা নিয়োগ। পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে এই নিয়োগ টি করা হবে। Seba Sokhi Prokolpo: সেবা সখি প্রকল্প কি? রাজ্যের বৃদ্ধ-বৃদ্ধা এবং শয্যাশায়ী রোগীদের পাশে দাঁড়াতে একটি অভিনব প্রকল্প শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যাইয়ের সরকার। গোটা দেশের মধ্যে প্রথমে এই রাজ্যেই সরকারি উদ্যোগে তাদের প্রশিক্ষিত সেবাকর্মী সরবাহের ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্প কবে থেকে শুরু হচ্ছে? রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে গ্রামীণ জীবিকা মিশনের আওতায় আনন্দধারা কর্মসূচিতে সেবা কর্মীদের প্রশিক্ষণের এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই দপ্তরে সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার রাজারহাট, পূ...