WB HS Result 2022 Download Link - মোবাইলের মাধ্যমে সবার আগে উচ্চমাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবেন।
WB HS Result 2022 Download Link - মোবাইলের মাধ্যমে সবার আগে উচ্চমাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবেন। - EK24 News
WB HS Result 2022 download link
WB HS Result 2022 : কবে বেরোবে রেজাল্ট আর কীভাবে দেখবেন, জানিয়ে দিল সংসদ
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের পর থেকেই পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সেই প্রতীক্ষিত রেজাল্ট (WB HS Result 2022) জানতে। আর সেই সাথে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সংসদ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, কবে নাগাদ রেজাল্ট দেবে। আর এবার জানা গেল, সবার আগে মোবাইল থেকেই কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন।
রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেক সময় সার্ভার এর সমস্যা সৃষ্টি হয়, ওয়েবসাইট খুলতে চায়না, আর সেই সমস্যার সমাধানে আমরা একাধিক লিঙ্ক দিয়ে রাখছি, যেখানে একটি লিঙ্ক না খুললে অপরটিতে আপনি রেজাল্ট দেখতে পাবেন। WB HS Result 2022
যেকোনো পরীক্ষা শেষ হলেই ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে রেজাল্টের অপেক্ষায় থাকেন। কবে তাদের সেই পরীক্ষার ফলাফল বের হবে। এবারের উচ্চ মাধ্যমিক (HS Exam) পরীক্ষা হোম সেন্টারে নেওয়া হয়েছে। পরীক্ষা পর্ব নির্বিঘ্নে শেষ হয়েছে। তবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (Result) কবে বের হবে সেই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, জুন মাসের শেষের দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে 60 দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। WB HS Result 2022
চলতি বছরের 2 এপ্রিল থেকে শুরু হয় 2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam) সেই পরীক্ষা 27 এপ্রিলে শেষ হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিভাবে দেখা যেতে পারে সেই বিষয়ে বিশদে কিছু পদ্ধতি এখানে দেওয়া রইল- নিচের কয়েকটি লিঙ্ক থেকে রেজাল্ট দেখতে পাবেন। তবে ফলাফল প্রকাশের আগে এই লিঙ্কে রেজাল্ট পাবেন না। যখন অফিশিয়ালি রেজাল্ট দেওয়া হবে, আপনাআপনি রেজাল্ট এর অপশন আপনারা দেখতে পাবেন।
প্রথমে যেকোনো একটি লিঙ্কে প্রেস করে ওয়েবসাইটে (Website) প্রথমেই আপনাকে আসতে হবে।
এরপর আপনি রেজাল্ট দেখার লিংক(Link) পেয়ে যাবেন।
তারপর West Bengal Council of Higher Secondary Education 2022 এর লিংকটি আপনাকে ক্লিক করতে হবে।
WB HS Result 2022
তারপর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে এবার সাবমিট করুন।
সাবমিট করার পরেই আপনার সামনে রেজাল্ট চলে আসবে।
রেজাল্ট বেরিয়ে এলেই আপনার সাবজেক্ট (Subject) অনুযায়ী নম্বর চেক করে দেখে নিন।
WB HS Result 2022
যদিও এখনো পর্যন্ত উচ্চমাধ্যমিক সংসদের পক্ষ থেকে কোনরকম অফিশিয়াল নোটিশ (Official Notice) প্রকাশ করা হয়নি। তবুও রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে এই ভাবেই আপনি চেক করে দেখে নিতে পারবেন। আগামী কাল জরুরী আপডেট আসছে, সঙ্গে থাকুন।
Written by Rajib Ghosh
Comments
Post a Comment