চালু হয়ে গেল সেবা সাথী প্রকল্পের ফর্ম ফিলাপ।
বন্ধুরা রাজ্যে চালু হয়ে গেল আরও একটি প্রকল্প যার নাম হল সেবা সখী প্রকল্প। এই প্রকল্পে শুধু এই রাজ্যের মহিলারা কাজ করতে পারবে। প্রতিটি ব্লক থেকে কম করে ৩০ থেকে ৪০ জন মহিলাকে নিয়োগ করা হবে। প্রথম দিকে ২০ জন মহিলা কর্মী কে নিয়ে পাইলট প্রোজেক্ট এর মধ্যে দিয়ে কাজ করানো হবে। পরবর্তীতে এই করমির সংখ্যা বাড়ানো হবে। তাহলে জেনে নেওয়া যাক এই প্রকল্প টি কবে থেকে শুরু হচ্ছে।
সেবা সখি প্রকল্পে হাজার হাজার মহিলা নিয়োগ। পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে এই নিয়োগ টি করা হবে।
Seba Sokhi Prokolpo: সেবা সখি প্রকল্প কি?
রাজ্যের বৃদ্ধ-বৃদ্ধা এবং শয্যাশায়ী রোগীদের পাশে দাঁড়াতে একটি অভিনব প্রকল্প শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যাইয়ের সরকার। গোটা দেশের মধ্যে প্রথমে এই রাজ্যেই সরকারি উদ্যোগে তাদের প্রশিক্ষিত সেবাকর্মী সরবাহের ব্যবস্থা করা হচ্ছে।
এই প্রকল্প কবে থেকে শুরু হচ্ছে?
রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে গ্রামীণ জীবিকা মিশনের আওতায় আনন্দধারা কর্মসূচিতে সেবা কর্মীদের প্রশিক্ষণের এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই দপ্তরে সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার রাজারহাট, পূর্ব মেদনীপুরের পাঁশকুড়া এবং হাওড়া আমতা ব্লকে এই প্রকল্প রুপায়ন করা হবে। তারপরেই সারা রাজ্য জুড়ে এই প্রকল্পটি রুপায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। যেখানে হাজার হাজার মেয়ে মহিলারা কর্মসংস্থান হবে।
প্রথম পর্বে প্রতিটি ব্লকের ২০ জন মহিলাকে বেঁছে নিয়ে প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরো বাড়ানো হবে। তাদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট অফ জেনন্টোলজি বিশেষ প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে।
এই প্রকল্পের কাজ কি ?
এই প্রকল্পের মাধ্যমে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এক মাসের প্রশিক্ষণ থাকছে মহিলারা কিভাবে একজন শয্যাশায়ী রোগীদের সুচিকিৎসা এবং তাদের সঠিক যত্ন নিতে পারেন। রোগীদের শরীরে কিভাবে যত্ন নেওয়া উচিত, তাদের ওষুধপত্র কিভাবে খাওয়াতে হবে, ইনজেকশন কিভাবে পুশ করতে হয়, রোগীর শরীরে স্যালাইন কিভাবে দেওয়া হয়, শরীরের ক্ষত অংশ কিভাবে চিকিৎসা করতে হয় দরকারি সমস্ত নার্সিং এর পুরো প্রশিক্ষণ এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। প্রকল্পটি গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে বিশেষ ভূমিকা পালন করবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যকেন্দ্র থাকলেও কোন কোন জায়গায় হাসপাতাল নেই| হাসপাতাল দূরত্বের কারণে অনেক রোগীদের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে এই প্রকল্পের চালু হওয়ার পরে গ্রামাঞ্চলের বৃদ্ধ-বৃদ্ধা ও সাধারণ শয্যাশায়ী রোগীরা প্রচুর পরিমাণে সুযোগ-সুবিধা পাবেন। শহরাঞ্চলের ক্ষেত্রেও এই প্রকল্পটি বিশেষ ভূমিকা পালন করবে কেননা শহরাঞ্চলে বৃদ্ধ-বৃদ্ধা ও অন্যান্য রোগীদের সংখ্যা বেশি চালু হবার পরে। প্রকল্পে কর্মরত মহিলারা এই সমস্ত শয্যাশায়ী রোগীদের সহকারে সুচিকিৎসা দিতে পারবেন।
কত টাকা বেতন পাবেন?
পশ্চিমবঙ্গ সেবা সখি প্রকল্পের বেতন নির্ধারিত হবে পঞ্চায়েত অফিস কিংবা পঞ্চায়েত দপ্তরের থেকে প্রকল্পটির বেতন দৈনন্দিন হারে দেওয়া হবে। একজন মহিলা সেবা সখি কর্মী প্রতিদিন এই প্রকল্পের আওতায় গ্রামাঞ্চলে মজুরি পাবেন 255 টাকা করে যেটা শহরাঞ্চলে 300 টাকা করে পাবেন। প্রতিদিন এছাড়াও বলা হয়েছে নির্দিষ্ট সময় এই মজুর এর পরিমান বৃদ্ধি পাবে।
প্রকল্পের আবেদন কিভাবে করবেন?
প্রকল্পটি আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস থেকে ফর্ম নিয়ে সম্পন্ন ফিলাপ করে জমা দিতে হবে। এখনো পর্যন্ত আবেদনের প্রক্রিয়া শুরু হয়নি তবে শীঘ্রই প্রকল্পের আবেদন শুরু হতে চলেছে।
Comments
Post a Comment