Sasakawa Scholarship 2023

নতুন সরকারি স্কলারশিপ ২০২২
আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য সুখবর। Sasakawa India Leprosy Foundation (S-ILF) এর তরফ থেকে নতুন স্কলারশিপ এর ঘোষণা করা হয়েছে। দেখে নিন উক্ত স্কলারশিপের জন্য প্রয়োজনীয় নথিপত্র, কোন কোর্সে পড়লে আবেদন করা যাবে, কত টাকা দেওয়া হবে, কিভাবে আবেদন করতে পারবেন ইত্যাদি তথ্য।




এই স্কলারশীপে আবেদনের যোগ্যতা-
১) আবেদনকারীর বয়স ১৭ বছরের উর্ধ্বে হতে হবে।
২) যেকোনো কোর্সের প্রথমবর্ষে পাঠরত হতে হবে।
৩) পূর্ববর্তী কোর্স ২০২১ বা ২০২২ এ শেষ হয়েছে এমন প্রার্থীই আবেদন করতে পারবেন।
৪) একটি পরিবার থেকে একজন মাত্র আবেদন করতে পারবেন।
৫) পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, দিল্লি, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের বাসিন্দা হলে আগে সুবিধা পাবেন।
৬) সরকারি পরিচালনাধীন ইনস্টিটিউশনে পড়াশোনা করতে হবে।




আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। scholarship.silf.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৫ জুন, ২০২২ তারিখ পর্যন্ত।

প্রয়োজনীয় নথিপত্র- অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে। প্রতিটি ডকুমেন্ট-ই সেল্ফ অ্যাটেস্টেড করে ফর্ম পূরণের সময় সংশ্লিষ্ট স্থানে আপলোড করতে হবে।
১) সেল্ফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ছবি।
২) জন্ম সার্টিফিকেট বা অন্য কোনো জন্ম তারিখের প্রমাণপত্র।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং কলেজ পাশ সার্টিফিকেট (যদি স্নাতকোত্তর স্তরে আবেদন করবেন)।
৪) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং কলেজ মার্কশিট (যদি স্নাতকোত্তর স্তরে পাঠরত এবং স্কলারশিপের জন্য আবেদন করবেন)।
৫) পিতামাতার লেপ্রোসি সার্টিফিকেট।
৬) অ্যাডমিশন লেটার।



স্কলারশিপে কত টাকা দেওয়া হবে?
নির্বাচিত প্রার্থীদের টিউশন ফি, হস্টেল খরচ, মেস ফি, অ্যাডমিশন ফি সবই ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হবে। অর্থাৎ বর্তমান কোর্সের উল্লিখিত খরচ পাওয়া যাবে। এই শিক্ষাবর্ষে উক্ত ফাউন্ডেশন মোট ২৭ জনকে প্রদত্ত স্কলারশিপ প্রদান করবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।


কোন কোর্সে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করবেন –
১) ব্যাচেলর ডিগ্রি
২) মাস্টার্স ডিগ্রি
৩) ডিপ্লোমা কোর্স
কেবল নার্সিং -এর বিভিন্ন কোর্সে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 



এই স্কলারশিপ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন।
Sasakawa India Leprosy Foundation, 2nd Floor, IETE Building, 2, Institutional Area, Lodhi Road, New Delhi-110003


Comments

Popular posts from this blog

স্কুল ছাত্র ছাত্রীদের জন্য সকল বিষয়ের মডেল প্রশ্নপত্র ও suggestion unit test 2024 | acsbangla| সুরজিৎ কর্মকার

Still I Rise by Maya Angelou | class 11 semester 2 / Bengali translation