আপনি কি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? তবে জেনে নিন আপনার জন্য কি কি স্কলারশিপ রয়েছে
তোমরা কি মাধ্যমিক বা একাদশ, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছ? তবে জেনে নিন আপনার জন্য কি কি স্কলারশিপ রয়েছে
মাধ্যমিক ও একাদশ, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কিছুদিনের মধ্যেই। রেজাল্টও খুব তারাতারি বের হতে চলেছে। কিন্তু আপনি কি জানেন আপনার উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গে অনেককটা স্কলারশিপ রয়েছে এবং আপনি সেগুলোতে অনায়াসে আবেদন করতে পারবেন। যদি না জেনে থাকেন তবে নীচে সমস্ত স্কলারশিপ সমন্ধে দেওয়া রইলো। যা পড়ে আপনি আপনার প্রয়োজনীয় স্কলারশিপে আবেদন করতে পারবেন।
• স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত সর্বাধিক জনপ্রিয় স্কলারশিপ |
এই বৃত্তি প্রকল্পের দ্বারা রাজ্যের একাদশ, দ্বাদশ থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর ও সম্প্রতি গবেষণার ক্ষেত্রেও বৃত্তি প্রদান করা হয় |
• পরিবারের বার্ষিক আয় 2,50,000 লক্ষ বা তার কম হতে হবে |
• একাদশ-দ্বাদশ শ্রেণীতে এই বৃত্তি পেতে গেলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে নূন্যতম 60% মার্কস থাকতে হবে | ( বার্ষিক 12000 টাকা )
• স্নাতক স্তরে এই বৃত্তি পেতে গেলে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষাতে অন্তত 60% মার্কস পেতে হবে | [ স্নাতক (আর্টস ও কমার্স ) – বার্ষিক 12000 টাকা, স্নাতক (সায়েন্স )- বার্ষিক 18000 টাকা, স্নাতক ( ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল ) – বার্ষিক 60000 টাকা ]
• স্নাতকোত্তর স্তরে এই বৃত্তি পেতে গেলে স্নাতক বিষয়ে অন্তত 53% মার্কস থাকতে হবে | [ স্নাতকোত্তর (আর্টস ও কমার্স )- বার্ষিক 24000 টাকা, স্নাতকোত্তর (সায়েন্স )- বার্ষিক 30000 টাকা ]
(নন-নেট এম. ফিল ও নন-নেট পিএইচডি এর ক্ষেত্রে যথাক্রমে মাসিক 5000 ও 8000 টাকা স্কলারশিপ দেওয়া হয় )
• ঐকশ্রী প্রকল্প
• ঐকশ্রী প্রকল্প রাজ্য সরকার দ্বারা চালু করা বৃত্তি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয় |
• পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মুসলিম, শিখ, জৈন,খ্রিস্টান, বৌদ্ধ ও পারসি – এই ছয়টি সম্প্রদায়ের মধ্যে যেকোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে |
• পশ্চিমবঙ্গে অবস্থিত কেন্দ্র বা রাজ্য সরকার পরিচালিত বা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পঠনরত হতে হবে |
• পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম 50% মার্কস থাকতে হবে ( প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দরকার নেই )
• পরিবারের বার্ষিক আয় দুই লক্ষ বা তার কম হতে হবে |
এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বেসরকারি স্কলারশিপেও আবেদন করতে পারেন
• কন্যাশ্রী প্রকল্প
কন্যাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষায় আগ্রহ প্রদানের উদ্দেশ্যে ও নাবালিকা মেয়েদের বিয়ে বন্ধ করার উদ্দেশ্যে চালু করা একটি বৃত্তি প্রকল্প |
• K1= রাজ্যের সরকারি বিদ্যালয়ে পঠনরত 13-18 বছর বয়সী সকল অবিবাহিতা মেয়েরা (অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ) K1 বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারে | ( বার্ষিক 500 টাকা স্কলারশিপ )
• K2= রাজ্যের সরকারি বা সমতুল্য শিক্ষা প্রতিষ্ঠানে পঠনরত সকল অবিবাহিত মেয়েরা এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারে | ( এককালীন 25000 টাকা )
• K3= স্নাতকোত্তর স্তরে নিয়মিত (Regular) কোর্সে ভর্তি হওয়া মেয়েরা যারা স্নাতক স্তরে অন্তত 45% মার্কস পেয়েছেন তারা এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন | [PG (আর্টস ও কমার্স)
• বার্ষিক 24000 টাকা, PG ( সায়েন্স) – বার্ষিক 30000 টাকা ]
•
• ওয়েসিস (OASIS) স্কলারশিপ
ওয়েসিস স্কলারশিপ হলো রাজ্য সরকার কর্তৃক সংরক্ষিত (SC/ST/OBC) ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদান প্রকল্প | এই বৃত্তি প্রকল্পে আবেদনের জন্য বার্ষিক আয় দুই লক্ষের কম হতে হবে |
• প্রি-ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ= পশ্চিমবঙ্গে বসবাসকারী SC ও ST ক্যাটাগরির নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারে | ( বার্ষিক 2250-8500 টাকা )
• পোস্ট ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ = পশ্চিমবঙ্গে বসবাসকারী SC, ST ও OBC ক্যাটাগরির শিক্ষার্থীরা এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারে | ( XI ও XII – বার্ষিক মোট 2760-9000 টাকা, স্নাতক (আর্টস, কমার্স, সায়েন্স ) • বার্ষিক মোট 3600-9000 টাকা, স্নাতক ( ফার্মাসি, নার্সিং)/ L.L.B / হোটেল ম্যানেজমেন্ট / স্নাতকোত্তর কোর্স – বার্ষিক মোট 6360-9840 টাকা , মেডিক্যাল / ইঞ্জিনিয়ারিং /B.Sc(এগ্রিকালচার / এম. ফিল / পি এইচ ডি / LLM কোর্স – বার্ষিক মোট 6600-14400 টাকা )
• নবান্ন স্কলারশিপ
নবান্ন স্কলারশিপ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একাদশ-দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত দেওয়া হয় | এই বৃত্তি প্রকল্প সেইসব শিক্ষার্থীদের দেওয়া হবে,
• যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে এবং রাজ্য থেকেই মাধ্যমিক /উচ্চমাধ্যমিক / State Aided বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন |
• যারা দশম শ্রেণীতে 50% থেকে 60% নম্বর পেয়েছেন [ একাদশ- দ্বাদশ শ্রেণীতে স্কলারশিপের জন্য ], যারা দ্বাদশ শ্রেণীতে 50%-60% মার্কস পেয়েছেন [ স্নাতক স্তরে স্কলারশিপের জন্য ], যারা স্নাতকস্তরে 50-53% নম্বর পেয়েছেন [ স্নাতকোত্তর স্তরে স্কলারশিপের জন্য ]
• পরিবারের বার্ষিক আয় 1,20,000 এর মধ্যে হতে হবে |
•
• জিন্দাল স্কলারশিপ
• জিপি বিড়লা স্কলারশিপ
• প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ
• অনন্ত মেধা বৃত্তি
• রায়-মার্টিন স্কলারশিপ
• কলগেট স্কলারশিপ
• সমস্ত স্কলারশিপের সমস্ত রকমের আপডেট পেতে এখুনি যুক্ত হন আমাদের চ্যানেলে-
Comments
Post a Comment