অনলাইনে উচ্চমাধ্যমিকের ফল দেখার সময় বদল
আগামী ১০ জুন, শুক্রবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তার পর নিজেদের ফল অনলাইন মাধ্যমে জানতে পারবেন পড়ুয়ারা।
উচ্চমাধ্যমিকের ফল জানতে চোখ রাখুন wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে।
উচ্চ মাধ্যমিকের ফল কোন পদ্ধতিতে জানা যাবে?
পশ্চিমবঙ্গ বোর্ডের সরকারি ওয়েবসাইট -এ ফল জানা যাবে
এরপর পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণির ফলে ক্লিক করতে হবে
এরপর রোল নম্বর বা অ্যাডমিট কার্ডের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে
সব তথ্য খতিয়ে দেখে নিতে হবে
এরপর সেই তথ্য সাবমিট করতে হবে
এরপরেই স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল
বিশদে ফল খুঁটিয়ে দেখতে হবে
পিডিএফ বা প্রিন্ট আউট বের করে নেওয়া ভাল
কোনও পরীক্ষার্থী যদি ফল দেখে সন্তুষ্ট না হন, তাঁর মনে হয় আরও বেশি নম্বর প্রাপ্য, তাহলে পুনঃমূল্যায়নের জন্য আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে যদি পুনঃমূল্যায়নের পর প্রাপ্ত নম্বর বাড়ে, তাহলে নতুন করে মার্কশিট দেওয়া হবে।
Comments
Post a Comment