রাজ্যের গ্রাম পঞ্চায়েতে চাকরি, GRS পদে নিয়োগ - চাকরির আপডেট

পশ্চিমবঙ্গের একটি জেলার গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে গ্রাম রোজগার সহায়ক (GRS) পদে। 

কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে এবং আবেদন প্রক্রিয়া কি রয়েছে সব কিছুই নিচে এক এক করে জানানো হয়েছে।   

West Bengal Gram Panchayat GRS Recruitment

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নামঃ গ্রাম রোজগার সহায়ক (GRS)

মাসিক বেতনঃ 12 হাজার টাকা 

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী। 


আবেদন প্রক্রিয়াঃ

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য একটি ফর্ম লাগবে, যেটি অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে দেওয়া আছে। তাই যারা আবেদন করবে তাদেরকে প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর ফর্মটি A4 পেজে প্রিন্ট করে পুরন করতে হবে।

ফর্ম পুরন করার পর সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে এবং সেগুলিকে একটি খামে ভরতে হবে। সবশেষে আবেদনপত্র সহ খামটিকে রায়গঞ্জ বিডিও (BDO) অফিসের ড্রপ বক্সে জমা করতে হবে। 

আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ

(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 

(2) উচ্চমাধ্যমিকের মার্কশীট এবং সার্টিফিকেট

(3) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট 

(4) আঁধার কার্ড 

(5) ভোটার কার্ড 



যোগ্যতাঃ 

শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয় নিয়ে কমপক্ষে 55% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে অথবা স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল পাশ করতে হবে। 

টেকনিক্যাল যোগ্যতা- যেকোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। 

বিশেষ যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার হতে হবে। 

শুন্যপদঃ 2 টি 

নিয়োগের স্থানঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কামলাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়াঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। 


গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ 15.02.2022
আবেদন শুরু 21.02.2022
আবেদন শেষ 08.03.2022

Comments

Popular posts from this blog

স্কুল ছাত্র ছাত্রীদের জন্য সকল বিষয়ের মডেল প্রশ্নপত্র ও suggestion unit test 2024 | acsbangla| সুরজিৎ কর্মকার

Still I Rise by Maya Angelou | class 11 semester 2 / Bengali translation