মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মঘাতী হল এক ছাত্রী
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরই বিপত্তি। অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেল মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর।
মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মঘাতী হল এক ছাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে ফুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিস জানিয়েছে মৃত ওই ছাত্রীর নাম মেঘা সরকার, বয়স ১৬। ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল মেঘা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবলা জিপির অধীনে প্রফুল্লনগর গ্রামের বাসিন্দা মেঘা। এদিন সকালে মাধ্যমিকের ফল প্রকাশের পর ওয়েবসাইটে নিজের ফল জানতে পারে মেঘা। সেখানে ওই ছাত্রী দেখে যে পাশ করেনি। তা দেখেই ভেঙে পড়ে মেঘা।
এরপর স্কুলে মার্কশিট আনতে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর বাড়ি না ফিরলে খোঁজ শুরু হয়। পরিবারের তরফে এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে মেঘার পরিবারের সদস্যরা। স্কুলে গিয়েও কোনও খোঁজ পাওয়া যায়নি তার।
পরে ফুলিয়া সংলগ্ন রেললাইনে ধারে পড়ে থাকতে দেখা যায় মেঘার দেহ। খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুমান রেললাইনে ঝাঁপ দিয়েই আত্মঘাতী হয়েছে ওই মাধ্যমিক ছাত্রী।
Comments
Post a Comment