অনলাইন নয়, অফলাইনেই হবে পরীক্ষা, জা
অনলাইন নয়, অফলাইনেই হবে পরীক্ষা, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়
পরীক্ষা অফলাইনেই হবে। জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অফলাইন নয়, অনলাইনেই পরীক্ষা নিতে হবে এই দাবিতে আন্দোলন চলছে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশের। শুক্রবার কলেজ কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র-ছাত্রীদের বক্তব্য, তাঁদের দাবি মেনে অনলাইনে পরীক্ষা না নেওয়া পর্যন্ত চলবে এই বিক্ষোভ। এর মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অফলাইনেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, শুক্রবার সিন্ডিকেট বৈঠকে পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতোই এদিন সিন্ডিকেট বৈঠক বসে। সমস্ত স্নাতক স্তরের বোর্ড অফ স্টাডিজের চেয়ারপার্সন, বেশিরভাগ অধ্যক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সেমেস্টার পরীক্ষা অফলাইনেই হবে।
সিন্ডিকেটের আরও সিদ্ধান্ত, সিলেবাস অনুযায়ী সমস্ত কোর্স সম্পূর্ণ করার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে অধ্যক্ষদের। সেইমতো অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নেবেন। এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ১৬০টি কলেজ রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় এই কলেজগুলি অবস্থিত।
Comments
Post a Comment