এবার সকলেই পাবে আবাস যোজনা Plus যোজনা সরকারি বাড়ি

আমাদের দেশ ভারত বর্ষ বিশাল জনসংখ্যা বিশিষ্ট এবং এই বিশাল জনসংখ্যা বিশিষ্ট দেশে অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে । বা যাদের মাসিক আয় অত্যন্ত নগণ্য । সেই সমস্ত মানুষদের কে পাকা বাড়ি তৈরি করার জন্য আবাস প্লাস যোজনা সূচনা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ।





তারি পাশাপাশি বাংলার মানুষদের জন্য বাংলার আবাস যোজনা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু শর্ত রয়েছে এবং কি কি নথিপত্র আপনাকে জমা করতে হবে তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।


বাংলার আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর প্রয়োজন হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো রেশন কার্ড । আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটার উপর নির্ভর করবে যে আপনি কত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস প্লাস যোজনার  সরকারি ঘর পাবেন। 

আবাস যোজনার ঘর পাওয়ার শর্ত



*আবাস যোজনা সরকারি ঘর পাওয়ার জন্য অবশ্যই আপনার কাছে একটা মাটির বাড়ি  থাকতে হবে। 

*এই আবাস যোজনা সরকারি ঘর পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

*অবশ্যই আপনাকে খেটেখাওয়া দরিদ্র মানুষ হতে হবে। 

*বাড়িতে সরকারি চাকরি থাকলে এই ঘর পাওয়া যাবে না। 

কোন কোন রেশন কার্ডে ঘর পাওয়া যায়
*Aay:-অন্তদয় অন্য যোজনা 

এই রেশন কার্ড আপনার কাছে যদি থাকে তাহলে, আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার আবাস যোজনার সরকারি ঘরের জন্য যোগ্য। কারণ এই রেশন কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে। 
তাই এই রেশন কার্ড আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই একটি বাংলার আবাস যোজনার ঘর পাবেন। 

Sphh:-state priority ration cards 

এই ক্যাটাগরি রেশন কার্ড যদি থাকে, তবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার আবেদন করার যোগ্য। তবে এক্ষেত্রে অন্তদয় যোজনার পরেই  স্থানেই এই কার্ড, এটি বিপিএল ক্যাটাগরিরও মধ্যেই পড়ে।



Phh:-priority household 

বাংলার আবাস যোজনার ঘর পাওয়ার জন্য phh রেশন কার্ড যোগ্য। বিপিএল ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ড দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে অর্থাৎ যদি আপনার কাছে এই কার্ড থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর অবশ্যই পাবেন। 

Rksy  1
এই রেশন কার্ডট সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ রেশন কার্ড। এবং এটাও বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে তাই রাজ্য সরকার রেশন কার্ড যাদের যাদের কাছে আছে। তারা এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর পেতে পারেন।


Rksy 2
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বিতীয় তম রেশন কার্ড হল রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর রেশন কার্ড । এই রেশন কার্ড টি এ পি এল ক্যাটাগরি  রেশন কার্ড যাদের কাছে রয়েছে, তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনার ঘর পাওয়ার সম্ভবনা খুবই কম। তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিক রা যদি মনে করেন যে, আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার খুবই দরকার ! তাহলে এই রেশন কার্ডের মাধ্যমে এরাই আপনাকে ঘরে ববস্থা করে দিতে পারবে।



কি কি কাগজপত্র লাগবে 

*আধার কার্ডের জেরক্স 

*ভোটের কার্ডের জেরক্স
*ব্যাংকের পাস বইয়ের জেরক্স
*আপনার রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ডের জেরক্স
*পাসপোর্ট সাইজের চার কপি ছবি 

যোগাযোগ 

আবাস প্লাস যোজনা আবেদন করবেন কিভাবে?

যদি আপনারা Awas plus West Bengal আবেদন করতে চান বা awas plus yojana apply করতে চান তাহলে আপনাকে আপনার স্থানীয় ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি আপনার স্থানীয় অঞ্চল অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন কিভাবে আবেদন করা যায়। যদি আপনি কোন শহর থেকে আবেদন করতে চাইছেন তাহলে অনলাইনে আবেদন করা যায়। 

Comments

Popular posts from this blog

স্কুল ছাত্র ছাত্রীদের জন্য সকল বিষয়ের মডেল প্রশ্নপত্র ও suggestion unit test 2024 | acsbangla| সুরজিৎ কর্মকার

Still I Rise by Maya Angelou | class 11 semester 2 / Bengali translation