Posts

Showing posts from December, 2024

Examination Pass Fail System: নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল

Image
Examination Pass Fail System: নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল পশ্চিমবঙ্গে নতুন শিক্ষানীতি: অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাস-ফেল ব্যবস্থা পশ্চিমবঙ্গে শিক্ষার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। নতুন শিক্ষানীতি অনুযায়ী, এবার অষ্টম শ্রেণি পর্যন্ত আবারও চালু হতে চলেছে পাস-ফেল ব্যবস্থা। সাম্প্রতিক বছরগুলিতে নো-ডিটেনশন পলিসির কারণে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি উদাসীনতার অভিযোগ উঠেছিল। বিশেষজ্ঞদের মতে, এই নতুন নিয়ম শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার গুরুত্ব বাড়াবে এবং তাদের দক্ষতার সঠিক মূল্যায়ন সম্ভব হবে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষার গুণগত মান উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণ দিয়ে এই পরিবর্তন কার্যকর করা হবে। পশ্চিমবঙ্গে শিক্ষার এই নতুন ধারা কতটা কার্যকর হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। #পশ্চিমবঙ্গ_শিক্ষানীতি #পাসফেল_ব্যবস্থা #অষ্টমশ্রেণি #নতুনশিক্ষানীতি #পড়াশোনা #শিক্ষাব্যবস্থা #শিক্ষাক্ষেত্র #পশ্চিমবঙ্গ_নিউজ #ছাত্রছাত্রী #ভারতের_শিক্ষানীতি